• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসামনীনগর অটো চালকের গলা কাটলো দুর্বৃত্তরা

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক

ওসামনীনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক। রুমন আহমেদ (১৮) নামের ঐ চালক দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার নিজ জালালপুর গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।
শুক্রবার রাতে উপজেলার মাদ্রাসা বাজার টু দয়ামির সড়কের আলিকার পুল থেকে ঐ চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি ওসমানী হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। হামলার ঘটনা কিভাবে হয়েছে এবং কারা জড়িত তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল হক জানান, এরকম কোন খবর আমরা পাইনি। খোঁজ নিচ্ছি।