• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ সভাপতি শহিদুল ইসলাম (৩৭)কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে জগন্নাথপুর শহরস্থ জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত শহিদুল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গ্রেপ্তারের সত্যতা সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।