• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে ভেসে উঠলো সাইফুল ইসলামের (১০) লাশ। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের মো. সোয়াব মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম ৩ নভেম্বর দেওগাওস্থ ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এ অবস্থায় সোমবার সকালে দেওগাও সাহেব বাড়ির পুকুরে সাইফুলের লাশ ভেসে থাকার কথা লোকমুখে জানতে পারেন সোয়াব মিয়া।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দেওগাও গিয়ে সাইফুলের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরীর পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।