ওয়াল নিউজ ডেস্ক
‘জনসাধারণ কেমন পুলিশ চায়’ সে বিষয়ে ১৫ নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সংস্কার কমিশন (পিআরসি)। সরকার ইতোমধ্যেই এ বাহিনীকে জনস্বার্থ ও সেবামুখী হিসাবে পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু করেছে।
১৫ নভেম্বরের মধ্যে গুগল ফরমে https://forms.gle/kcXcL247eTbp3fHk6 এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘আমরা কেমন পুলিশ চাই’ বিষয়ে একটি প্রশ্নমালা পূরণ করে জনসাধারণকে তাদের মূল্যবান মতামত প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে।
আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, মতামত গোপন রাখা হবে এবং এটি শুধুমাত্র পুলিশ সংস্কারের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে কিছু পুলিশ সদস্যের সাম্প্রতিক সহিংস ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হওয়ায় পুলিশের সংস্কার এখন সময়ের দাবি।