• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
সিলেটে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক


‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২ নভেম্বর) ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) দেবজিৎ সিংহ বলেছেন, ‘আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণের একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। তাই একত্রিত হয়ে সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। সমবায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক সংগঠন। সিলেট সমবায় বিভাগ বেকারত্ব দূরিকরণে জন্য বিকারত্বদের সমবায়ের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। যার ফলে অনেকেই আজ প্রতিষ্ঠিত হতে পেরেছেন।’

তিনি আরো বলেন, ‘বেকারত্ব, দরিদ্র ও অবহেলিত মানুষের কাঙ্খিত মুক্তির হাতিয়ার হচ্ছে সমবায়। সৎ উদ্দেশ্য নিয়ে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য যৌথ উদ্যোগকে সমবায় বলা হয়। সবাই মিলে একসাথে যেকোন কাজ করলে তার যথাযথ ফলাফল পাওয়া যায়। কোন কাজকে ছোট করে দেখা যাবে না। সমবায়ের মাধ্যমে শক্তি বৃদ্ধি পায়। সমাজের অবহেলিত লোকজন সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যে কোন বৃহৎ কাজ করতে পারছে। সমবায়ের নিবন্ধন নিয়ে বসে থাকলে হবে না। সঠিকভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সঞ্চয় জমিয়ে সেটা দিয়ে বিভিন্ন প্রকার প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থার পরিবর্তন করতে হলে সততার সাথে কাজ করতে হবে।’

আলোচনার পূর্বে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল ১০ টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। আলোচনা শেষে বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে সিলেট সমবায় বিভাগের ২০২৩-২০২৪ সালের সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সূচকের বার্ষিক প্রতিবেদন এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারি নিবন্ধক মো. জামাল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীম হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সমবায় বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম নিবন্ধক ও গ্রিনলিফ কর্মচারী সমবায় সমিতিরি সভাপতি কামাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সদস্য ক্বারী শফিকুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড এর সভাপতি সুশান্ত চন্দ্র নম খোকন।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সজল চক্রবর্তী, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড এর সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, উত্তর বালুচর জোনাকি কর্ণফুলী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সদস্য তাছলিমা বেগম প্রমুখ। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।