• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে মৎস্যচাষ : আগাম সতর্কবার্তা বিষয়ক সভা

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
শান্তিগঞ্জে মৎস্যচাষ : আগাম সতর্কবার্তা বিষয়ক সভা

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক সামসু উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।