• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৯৮ পিস ভারতীয় শাড়ী, ১২১ পিস কাশ্মীরি শাল, ৮১ পিস থ্রী পিস, ৪৫৬ পিস কসমেটিক সামগ্রী, ২৫৪.৪০ মিটার মকমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ৮০ হাজার ২৮০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।