• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

একযুগ পর দেশে ফিরে প্রবাসী নিখোঁজ

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
একযুগ পর দেশে ফিরে প্রবাসী নিখোঁজ

ওয়াল নিউজ ডেস্ক


একযুগ পরে দেশে ফিরে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের মো. আনিফুল (৪২) নামে এক মালদ্বীপ প্রবাসী। এব্যাপারে ওই নিখোঁজ প্রবাসীর স্ত্রী উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মোছা. মর্জিনা বেগম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মর্জিনা বেগম জানান, ১২ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালদ্বীপ যান। সেখানে গিয়ে কিছুদিন পরে অবৈধ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে পারছিলেন না। তবে পরিবারের সাথে যোগাযোগ ছিল এবং নিয়মিত ভরনপোষণের খরচ পাঠাতেন। ১১ সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার প্রবাসের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় ওইদিন তিনি দেশে ফিরেছেন। তারা বিমানের টিকেট এর ছবি পাঠিয়েছে। এই টিকেট নিয়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি ১১ সেপ্টেম্বর দেশে এসেছেন।
দীর্ঘদিন পরে পরিবারের লোকজনকে না জানিয়ে দেশে ফিরেও বাড়িতে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় অজানা আতংকে দিন কাটাচ্ছি।
এব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বরেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।