• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসদরের গরুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন লালন পারভেজ (৩৫), জুমন মোড়ল (৩৬), রাহুল মিয়া (৩৪), জাহাঙ্গীর আলম (৩৮), ইউনুস মিয়া (৪৮), নিউটন মিয়া (২৬), গোলাম কিবরিয়া (৫০), লাদেন মিয়া (২৩), জামির হোসেন (৪৫) ও ইমরান মিয়া (৩০)।
আহতদের মধ্যে লালন পারভেজকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌরশহরের পাতিলবাজার এলাকায় একটি জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে পৌর এলাকার শরীফ নগরের বাসিন্দা মৃত আরশ মিয়ার পুত্র ইউনুস মিয়ার সঙ্গে একই এলাকার মৃত মহি উদ্দিনের পুত্র জুমন মোড়লের সঙ্গে বাক-বিতণ্ডা বাধে। এরই জের ধরে বিকেল সাড়ে ৩টায় গরুর বাজার এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন এবং সংঘর্ষ থামাতে গিয়ে আরও তিনজন আহত হন।
আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাছান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনোপক্ষই এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।