• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪
হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জ জেলার বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), সিলেটের গুয়াইনঘাট সালুটিগড় এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও বাহুবল উপজেলার হাজীবাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)। রায় ঘোষণা শেষে আসামিদের পুনরায় কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামীরা ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় তারা বাসার মালামাল লুট করার চেষ্টা করে। এতে বাধা দিলে ডাকাতরা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ ও আলামত বিশ্লেষণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত রায় কার্যাকরের দাবি জানান।

আসামীপক্ষের স্বজনরা রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা শিগগিরই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের জানান।