নিজস্ব প্রতিবেদক
প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে আজও আন্দোলন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা। মূলত ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবৃতিতে ‘রাষ্ট্রদ্রোহী’ কার্যকলাপ উল্লেখ করার প্রতিবাদে গত তিনদিন থেকেই আন্দোলন করছেন তারা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয় আন্দোলনকারীরা।
তাদের অভিযোগ, এ ঘটনায় প্রক্টর ও রেজিস্ট্রার অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগ না করা পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খুলবেন না। বর্জন করবেন ক্লাস-পরীক্ষাও।এদিকে গতকাল দাবিগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলিমুল ইসলামের সাথে শিক্ষার্থীদের প্রতিনিধিদের একটি বৈঠক হয়। যেখানে তাদের ৭ দফা মেনে নেয়ার কথা বলা হলেও সেটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে সিন্ধান্ত নেয়া হবে, সেক্ষেত্রে দেড় থেকে দু‘মাসের মতো সময় লাগবে বলে ব্শ্বিবিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে এবং দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
এরই প্রেক্ষিতে আজ সকালে প্রকাশ্যে ক্ষমা চেয়ে রেজিস্ট্রার সহ প্রক্টরিয়াল বডির প্রদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে শিক্ষক প্রতিনিধিরা সমঝতার জন্য আসলে আন্দোলনরক শিক্ষার্থীরা সেটি নাকচ করে দেন।