ওয়াল নিউজ ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। নিহত রিমন আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামের ইছরাব আলীর ছেলে।
শুক্রবার রাত ৭টার দিকে দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় নিহত রিমন আহমদের বাবা ইছরাব আলীও গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, শনিবার সকালে রিমনের একজন পরিচিত লোক তার বাড়ির উঠানে মোটরসাইকেল রেখে যান। পরে ওই মোটরসাইকেলটি পার্শ্ববর্তী বাড়ির মজির উদ্দিনের ছেলে সাদিক আহমদ সেখান থেকে নিয়ে যান। বিষয়টি নিয়ে উভয়পক্ষ সালিশ বৈঠকে বসলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে মজির উদ্দিন ও তার ছেলে সাদিক আহমদ, আরিফ আহমদসহ জুবের আহমদ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে রিমন আহমদকে মারধর করেন। এসময় রিমনকে রক্ষা করতে তার বাবা ইছরাব আলী এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। তাৎক্ষণিক রিমন ও তার বাবা ইছরাব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মজির উদ্দিনের পরিবারের দু’জন নারী সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।