• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সীমান্ত সুরক্ষায় জুড়ীতে বিজিবির মতবিনিময়

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪
সীমান্ত সুরক্ষায় জুড়ীতে বিজিবির মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি


মৌলভীবাজার জেলার জুড়ীতে সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা, জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার সীমান্তবর্তী ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিয়ানীবাজার বিজিবি ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে ও জুড়ী প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।

মতবিনিময় সভায় জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় ও সভাপতি তানজীর আহমেদ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিনসহ আরো অনেকে।

মতবিনিময়কালে বটুলি সীমান্তে ইমিগ্রেশন চালু, মাদক, চোরাচালান বন্ধ, সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপন, পাকা রাস্তা নির্মাণ, কাঁটাতারের বেড়া দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।