সংবাদ বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের দিরাইয়ে দুইদিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাই রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।শনিবার (২৬ অক্টোবর) দিরাই উপজেলা গনমিলনায়তন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির প্রথম দিনে (শুক্রবার) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রী পলি আক্তার ও তৈয়্যবা বেগমের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন দাস, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, গচিয়া সামছুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান লাভলী চৌধুরী, প্রেসক্লাব সহ-সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সদস্য তোফায়েল আহমেদ, প্রভাষক মোস্তাক আহমেদ, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, শিক্ষক প্রীতিরানী দাস, সুচিতা রায় প্রমূখ।
বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক গোলাম জিলানীসহ, শিক্ষক, শিক্ষার্থী সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে অপসাংবাদিকতার ছড়াছড়ি, কোন সংবাদ সত্য এবং কোন সংবাদ মিথ্যা সেটা বুঝা খুবই কঠিন। রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলবেন এই আমাদের কামনা।’
আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। কোরআন তিলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল রাজী, গীতা পাঠ করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস।