• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক


ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। গতরাতে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা।

গত সেপ্টেম্বরের পর কোন ম্যাচ না খেলেই এক ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। ৮৯৬ দশমিক ৭১ পয়েন্ট নিয়ে ১৮৫তমস্থানে আছে বাংলাদেশ।

৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও, পরের ম্যাচে একই ব্যবধানে হেরে যায় তারা। ঐ দুই ম্যাচের পর দুই ধাপ পিছিয়ে ১৮৬তম স্থানে নেমে গিয়েছিলো বাংলাদেশ। দেড় মাস পর ফিফা হালনাগাদ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। তৃতীয়স্থানে আছে স্পেন। চতুর্থ ও পঞ্চমস্থানে আছে যথঠক্রমে- ইংল্যান্ড ব্রাজিল।