• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে গুদাম থেকে ৬৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪
ওসমানীনগরে গুদাম থেকে ৬৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে ৬৭ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জরিত থাকায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত শামিম আহমদ গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদের পুত্র। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গ্রাম তলা (দাশপাড়া) হালিমা ম্যানশনে শামিম আহমদের ভাড়া করা গুদামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযান কালে চোরাচালানের সাথে সম্পৃক্ত কয়েকজন পালিয়ে গেলেও শামিম আহমদকে আটক করে পুলিশ। এসময় ৩ লক্ষ ৩৫ হাজার টাকার মূল্যের ৩ হাজার ২শ ১৬ কেজি চিনি জব্দ করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ভারতীয় চিনি চোরাচালানের নিরাপদ রোড হিসাবে সিলেট ঢাকা মহাসড়ককে বেচেঁ নিয়েছে চোরাকারবারিরা। এর আগেও শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় চিনি জব্দ ও চোরাচালানের সাথে জরিত থাকায় কয়েকজনকে গ্রেফতার করে করে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো: মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।