• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে গরু চরানো নিয়ে সংঘর্ষে নিহত ১

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪
সুনামগঞ্জে গরু চরানো নিয়ে সংঘর্ষে নিহত ১

ওয়াল রিউজ ডেস্ক


সুনামগঞ্জে কবরস্থানে গরু চরানো নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. কাচা মিয়া (৫২) নামের ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত কাচা মিয়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাচা মিয়া ও প্রতিবেশি সুবহান মিয়ার পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় কাচা মিয়া তাঁর তিনটি গরু সুবহানের পারিবারিক কবরস্থানে রেখে আসেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে কাচা মিয়া গুরুতর আহত হলে তাকে প্রথমে ময়মনসিংহ সরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, ‘মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’