• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বৃহত্তর সিলেটে জামায়াতের আমীর হলেন যারা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪
বৃহত্তর সিলেটে জামায়াতের আমীর হলেন যারা

ওয়াল নিউজ ডেস্ক


দেশের ৭৮টি সাংগঠনিক ইউনিটের আমীরদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নতুন আমীরদের নাম ঘোষণা করা হয়।
সিলেট জেলায় আগে জামায়াতের দুটি সাংগঠনিক ইউনিট ছিল। জেলা উত্তর ও জেলা দক্ষিণ নামে দুই ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হত। এবার দুই ইউনিটকে একিভূত করে সিলেট জেলা ইউনিট করা হয়েছে। ২০২৫-২০২৬ সেশনের জন্য সিলেট জেলা জামায়াতের আমীর হয়েছেন, মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।
সিলেট মহানগর জামায়াতের আমীর হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এর আগেও তিনি একই পদে আসীন ছিলেন।
বিভাগের বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও হবিগঞ্জে মাওলানা মোখলিসুর রহমান আমীর নির্বাচিত হয়েছেন। তাঁরা এর আগেও একই পদে দায়িত্বরত ছিলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।