• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মিরপুর টেস্ট: ১৩৭ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
মিরপুর টেস্ট: ১৩৭ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক


সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ৮ উইকেটে ২৪৩ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে এগিয়ে আছে সফরকারীরা।

টেস্টের প্রথম দিন বাংলাদেশের ইনিংস শেষে ব্যাট করতে নেমে দিনশেষে ৬ উইকেটে ১৪০ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে ছিলো প্রোটিয়ারা। কাইল ভেরেনি ১৮ ও ওয়াইন মুল্ডার ১৭ রানে অপরাজিত ছিলেন। ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছিলেন ভেরেনি ও মুল্ডার।

দ্বিতীয় দিনের শুরু থেকেও বাংলাদেশ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন ভেরেনি ও মুল্ডার। শতরানের জুটি গড়ে ফেলেন দু’জনে। এসময় টেস্টে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন ভেরেনি। ইনিংসের ৬০তম ওভারে বাংলাদেশ স্পিনার নাইম হাসানের বলে শর্ট লেগে মোমিনুল হকের হাতে ব্যক্তিগত ৪৭ রানে জীবন পেয়ে টেস্টে প্রথম অর্ধশতক করেন মুল্ডার।

৬৫তম ওভারে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে সাদমান ইসলামের ক্যাচে মুল্ডারকে বিদায় দেন হাসান। ৮টি চারে ১১২ বলে ৫৪ রান করেন মুল্ডার। পরের ডেলিভারিতে রিভার্স সুইংয়ে কেশব মহারাজকে বোল্ড করেন হাসান। হ্যাটট্রিকের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হাসান। ভেরেনি ও মুল্ডার সপ্তম উইকেটে ২০০ বলে ১১৯ রানের জুটি গড়েন। সপ্তম বা পরের দিকের উইকেট বিবেচনায় এশিয়ার মাটিতে সপ্তম উইকেটে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান।

দলীয় ২২৭ রানে অষ্টম উইকেট পতনের পর অবিচ্ছিন্ন ১৬ রানের জুটিতে প্রথম সেশন শেষ করেন ভেরেনি ও ড্যান পিট। ভেরেনি ৭৭ ও পিট ৬ রানে অপরাজিত আছেন। তাইজুল ইসলাম ৫টি ও হাসান ৩টি উইকেট নেন।