• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক সিমেন্ট কোম্পানির সিবিএ সভাপতির দুর্নীতির তদন্ত শুরু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
ছাতক সিমেন্ট কোম্পানির সিবিএ সভাপতির দুর্নীতির তদন্ত শুরু

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দুই দিনব্যাপী প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড। গত ২৯ আগস্ট সিমেন্ট কারখানার আবাসি কলোনীতে বসবাসরত অস্থায়ী শ্রমিক আবু সুফিয়ান বাবুল ও আমির আলী বিসিআইসি চেয়ারম্যান বরাবর সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুসের নানা অনিয়ম দুর্নীতির বিষয় তুলে ধরে একটি লিখিত অভিযোগ দেন। গত ২ অক্টোবর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিসিআইসি ঢাকার প্রধান কার্যালয়ের তদন্ত কমিটির সদস্য কর্মচারী বিভাগের উপ-কর্মচারী প্রধান (প্রশাসন) মোহাম্মদ মোস্তাকার রহমান, অর্থ বিভাগের উপ-প্রধান হিসাব রক্ষক বিপুল কুমার মজুমদার, সিলেটের ফেঞ্চুগঞ্জের (এসএফসিএল) উপ- ব্যবস্থাপক বানিজ্য মোহাম্মদ মঈনুল ইসলাম ছাতক সিমেন্ট কারখানায় উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করে সোমবার সকালে ঢাকার উদ্দেশ্য রওনা করেন। তদন্তের বিষয়ে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বাদশাহ জানান বিসিআইসির প্রধান কার্যালয়ের ৩ সদস্যের একটি কমিটি তদন্ত করে গেছে ১৫ দিনের ভিতর রিপোর্ট দেওয়া কথা রয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগকারী আবু সুফিয়ান বাবুল জানান, তদন্ত কমিটির কর্মকর্তারা অভিযোগের সত্যতা জানতে চাইলে আমি সঠিক বিষয়গুলো তুলে ধরি। তারা বলেছেন পরবর্তীতে আমাকে ডাকা হবে।
উল্লেখ্য দৈনিক জৈন্তাবার্তা পত্রিকায় ভূমিহীন থেকে কোটি পতি শিরোনামে প্রথম পৃষ্ঠায় একটি সংবাদ ছাপা হলে ছাতকে টক অব দ্যা টাউনে পরিণত হয়।