• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাস করানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তালা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
পাস করানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তালা

ওয়াল নিউজ ডেস্ক


পাস করানোর এক দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা একদল শিক্ষার্থী।
সোমবার দুপুর দুইটার দিকে বোর্ডে অবস্থান নিয়ে ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এতে বোর্ড চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ না হওয়া শিক্ষার্থীদের পাস করানোর এক দফা দাবিতে আগের দিন গত রবিবারও একদল শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এক দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ আন্দোলন কর্মসূচি চলবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেন, গতকালের (রবিবার) মতো আজকেও (সোমবার) আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। পাস করানোর জন্য আমাদের কাছে যে দাবি (স্মারকলিপি) তারা (আন্দোলনরত) দিয়েছে তা আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর পাঠিয়েছি। এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া আমরা কিছু করতে পারব না।
এ সময় বোর্ড চেয়ারম্যান আরো বলেন, আজকে (সোমবার) আমাদের বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে। বোর্ডের ভেতরে ঢুকে তারা (একদল শিক্ষার্থী) আন্দোলন করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। রবিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আমরা অবরুদ্ধ ছিলাম।
প্রসঙ্গত, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। এ দিকে এই পরীক্ষায় ফেল করার পেছনে ‘সাবজেক্ট ম্যাপিং’ পদ্ধতিকে দোষারোপ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফল প্রত্যাখ্যান করে গত দুইদিন ধরে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার এই ফলাফলে তারা সন্তুষ্ট নন। তাদের অবমূল্যায়ন করা হয়েছে। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। সাবজেক্ট ম্যাপিংয়ের নামে বৈষম্য করা হয়েছে। তাই তাদের সব বিষয়ে পাস করিয়ে দিতে হবে। গত বৃহস্পতিবার এই এক দফা দাবিতে বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।