• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তির দায়ে যুবক গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তির দায়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করার দায়ে বদরুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর) ভোর সকালে কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউপিস্থ ভাটরাই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের ইউসুফ আলী পুত্র।

ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটূক্তি করায় ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মো. লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৮)।

এদিকে, কোরআন শরিফকে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ আসামী আটক করতে অভিযান শুরু করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, কোরআন শরীফ নিয়ে কটূক্তিকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি না করতে পারে সেজন্য পুলিশি নজরদারি অব্যাহত আছে।