• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় সাঁতার কাটার সময় পানিতে ডুবে আলী হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে। লাশ উদ্ধার করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের মতো শুক্রবার বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা একটি হাউসবোট দিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। দুপুরের দিকে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। তিনি সাঁতারের এক পর্যায়ে পানিতে ডুবে যান। এরপর থেকে তাকে পাওয়া যায়নি।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তা উদ্ধার কার্যক্রম চালায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নিহত আলী হোসেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তবে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।