• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে ২৮১ বস্তা চিনিসহ আটক ২

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
সিলেটে ২৮১ বস্তা চিনিসহ আটক ২

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের পুলিশের অভিযানে ২৮১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শাহপরাণ থানার বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল সড়ক থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এসবের মূল্য ২৫ লাখ টাকা।
অভিযানকালে দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- দিনাজপুর জেলার সদর থানার কমলপুর গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. আল মামুন সাদ্দাম (৩৪), একই জেলার চিরিরবন্দর থানার গলাহার গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এসব চোরাই চিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মুড়া মিয়ার ছেলে দুলাল আহমদের (৩৮)। দুলালকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে, আটককৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।