• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাবিতে চূড়ান্ত ভর্তি শুরু ২৩ অক্টোবর

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
শাবিতে চূড়ান্ত ভর্তি শুরু ২৩ অক্টোবর

ওয়াল নিউজ ডেস্ক


গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে চূড়ান্ত ভর্তির সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান।
তিনি বলেন, ইতোমধ্যেই যেসব শিক্ষার্থী শাবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের জন্য মনোনীত হননি অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবির জন্য মনোনীত হয়েছেন তাদের আগামী ২৩ ও ২৪ অক্টোবর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
এরমধ্যে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) শিক্ষার্থীরা ২৩ অক্টোবর এবং ‘বি’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের (ব্যবসায়) শিক্ষার্থীরা ২৪ অক্টোবর সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি বাবদ ১৩ হাজার টাকা, প্রাথমিক ভর্তির কনফারমেশন সিøপ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কসিট, কোটায় ভর্তি প্রার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত মূল প্রত্যয়ন/সনদপত্র নিয়ে আসতে হবে বলেও জানান তিনি।