• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
মাধবপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

অপহরনকারী তানভীর মিয়া

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের শিকার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ৯দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার ভোর রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধায়নে এস আই মুকুল হোসেন একদল পুলিশসহ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ছাত্রীকে উদ্ধার ও তানভীরকে গ্রেপ্তার করেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে নেয়া হয়েছে। অপর দিকে অপহণের অভিযুক্ত তানভীরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকরি করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে হবিগঞ্জের জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে কুপ্রস্তাব দিত। ১১অক্টোবর রাতে স্কুলছাত্রীকে কৌশলে একটি সিএনজি অটোরিকশা করে তানভীর অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।