• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
সিলেটে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

নিজস্ব প্রতিবেদক


নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ এই দাবি নিয়ে গণসংহতি আন্দোলন সিলেট জেলার উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি’ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩ টায় নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক নিগাত সাদিয়া। স্মরণ সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুদ আলম, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাধারন সম্পাদক শুভদেব, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু ও সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, গণসংহতি আন্দোলন সিলেট জেলার বিশ্বজিৎ দেব, দৈনিক সমকালের সাংবাদিক ফয়সল আহমেদ বাবলু, এমাদ উল্লাহ সিলেট বারের সাবেক সভাপতি শাহিন আহমেদ, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিল, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আশরাফ আহমেদ, সাংবাদিক তাওহীদুর রহমান শাহ্, গণমাধ্যম ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন ২৪’র গণঅভ্যুত্থানে সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর), শহীদ তাজউদ্দীন এর স্ত্রী রুমি বেগম এবং দুই মেয়ে, শহীদ পাভেল এর বাবা এবং দুই ভাই। এছাড়াও অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত, নিহত ও নিঁখোজ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।