• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ওয়াল নিউজ ডেস্ক


লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শুক্রবার (১৮ অক্টোবর) গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে যান হালেভি। সেখানে তিনি বলেন, “হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। আর আপনারা স্থানীয় কমান্ড অবকাঠামো ধ্বংস করছেন।”
ইসরায়েলি সেনাপ্রধান দাবি করেছেন, হিজবুল্লাহ দিনে দিনে আরও ডুবছে। তিনি বলেন, হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে। কমান্ডারদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে। আমাদের ধারণা আমরা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি। আমরা কম করে বলছি। আরও কয়েক ডজন হামলার ফলাফলের তথ্য আমি কল্পনা করছি।”
ইসরায়েলি এই সেনা কর্মকর্তা দাবি করেছেন হিজবুল্লাহর যোদ্ধারা তাদের কাছে আত্মসমর্পণ করছে। যা সশস্ত্র গোষ্ঠীর মনোবল এবং লড়াইয়ের মাত্রার বিষয়টি প্রকাশ করছে। তবে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে তাদের যোদ্ধারা।
গত মাসের শেষ দিকে লেবাননের দক্ষিণে স্থল হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর যোদ্ধাদের শক্ত ঘাঁটি আছে। ইসরায়েলিরা চেয়েছিল লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হিজবুল্লাহকে সেখান থেকে সরিয়ে দেবে। তবে স্থল হামলা চালাতে গিয়ে প্রথমদিনেই বড় ধাক্কা খায় দখলদার বাহিনী। লেবাননে অভিযানে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৬০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।