• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ ১, মরদেহ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ ১, মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ আলী হোসেন (২৫) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার বিকেল ৫টার টার দিকে হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা গেছে, আলী হোসেন ঢাকায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা হাউসবোট নিয়ে জেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। দুপুর ১২টার দিকে লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান।

ঘটনার পরপরই তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার বিকেল ৫টার টার দিকে হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, হাওরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।