ওয়াল নিউজ ডেস্ক
সিলেট সিটি কর্পোরেশনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নগরীতে র্যালি বের করা হয়।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইলুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজী প্রমুখ। উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ, সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডের সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে এ উপলক্ষে নগরীতে র্যালি বের করা হয়।