• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছুটি শেষে শাবি খুলছে আজ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪
ছুটি শেষে শাবি খুলছে আজ

ওয়াল নিউজ ডেস্ক


দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ১ দিন ছুটি শেষে আজ (বৃহস্পতিবার) পুরোদমে শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দাপ্তরিক কার্যক্রম।
এর আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলে ভর্তির লক্ষ্যে হলসমূহ খোলা রাখা হয়।
এদিকে, শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে নতুন নীতিমালার আলোকে বরাদ্দকৃত সিটে ভর্তির সময় মঙ্গলবার শেষ হয়েছে। তবে কিছু শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেননি। তাদের জন্য ২২ অক্টোবর পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি না হলে বরাদ্দকৃত সিট বাতিল বলে গণ্য হবে- এমনটি জানিয়ে নোটিশ দিয়েছে হল প্রশাসন।