• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আজমিরীগঞ্জে বীজতলা রক্ষায় ব্যস্ত কৃষকরা

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪
আজমিরীগঞ্জে বীজতলা রক্ষায় ব্যস্ত কৃষকরা

oplus_2

ওয়াল নিউজ ডেস্ক:

কয়েকদিনের টানা বৃষ্টিতে ও উজানের পানি নেমে আসায় কুশিয়ারা ও কালনী নদীর পানি বেড়ে আজমিরীগঞ্জ উপজেলার হাওরগুলোতে পানি প্রবেশ করে রোপা আমনের বীজতলা তলিয়ে যায়। এতে কৃষকরা বিরাট ক্ষতির মুখে পড়েন। তবে এখন অনেক কৃষক সেচ দিয়ে বীজতলা বাঁচানোর চেষ্টা করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট রোপা আমনের লক্ষ্যমাত্রা ৭৮১০ হেক্টর। এখন পর্যন্ত এক হেক্টর জমিতেও চারা রোপণ করা হয়নি। এর আগেই ৩৯৫ হেক্টর বীজতলা থেকে ৯০ হেক্টর তলিয়ে যায়। তবে কুশিয়ারা ও কালনী নদীর পানি কমতে থাকায় হাওর গুলির পানি নামতে শুরু করেছে এবং বীজ তলা গুলি বাচাতে কৃষকেরা জমিতে বাঁধ দিয়ে ছোট ছোট মেশিনের মধ্যেমে সেচ করে পানি কমিয়ে বীজতলা বাঁচাতে ব্যাস্ত সময় পার করছেন।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষকের সঙ্গে আলোচনা করলে তাহারা জানান- বেশি দামে সার বীজ ক্রয় করে বীজতলা তৈরি করেছিলাম হঠাৎ পানি বেড়ে বীজতলা তলিয়ে যাওয়ায় অনেক অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে। দ্বিতীয়বারের মতো বীজতলা তৈরি খুব কষ্টের তাই সেচ করে চেষ্টা করছি বীজতলা বাঁচাতে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মঈজ বলেন, এ বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ৭৮১০ হেক্টর। এখন পর্যন্ত এক হেক্টর জমিতেও চারা রোপণ করা হয়নি। এর আগেই ৩৯৫ হেক্টর বীজতলা থেকে ৯০ হেক্টর তলিয়ে যায়। অনেক কৃষক সেচ দিয়ে বীজতলা বাঁচানোর চেষ্টা করছেন। আবার অনেকে বীজতলা তৈরি ও অনেকে চারা সংগ্রহ করার চেষ্টা করছেন।