• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে দুজনের মরদেহ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
শ্রীমঙ্গলে দুজনের মরদেহ উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় মহিলাসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের লাশ উদ্বার করে পুলিশ। তার গলায় ধারালো ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। তিনি পেশায় টমটম চালক।
এদিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিচয় এখনও সনাক্ত হয়নি।