• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে মসজিদের পাশে মদের দোকান, আটক ২

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
জগন্নাথপুরে মসজিদের পাশে মদের দোকান, আটক ২

ওয়াল নিউজ ডেস্ক


দীর্ঘদিন ধরে মসজিদের পাশে দেদারছে চলছিল মদের কারবার। অবশেষে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামে।
সোমবার বিকেলে জগন্নাথপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ৭৪৭ লিটার ৫০০গ্রাম মদ জব্দসহ দুজনকে আটক করে। আটককৃতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪৮) ও একই গ্রামের কীর্তি রঞ্জন বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস (৪৪)।
কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ওই মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে রানীগঞ্জ বাজারে ব্যবসা করার জন্য। কিন্তু দোকানি গ্রামের একটি মসজিদের পাশে দোকান পরিচালনা করে আসছিলেন। এতে করে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এ ছাড়া লাইসেন্সে শুধু মদ বিক্রি করার কথা ছিল, তৈরির জন্য নয়। শর্ত অমান্য করে মদ তৈরি করে অনুমোদনের চেয়ে বেশি পরিমাণের মদ বিক্রি করে আসছিল তারা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পর আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।