• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
জকিগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের জকিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় থানা কমপ্লেক্সের সামনের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ফেস্টুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার পর জকিগঞ্জ পৌর শহরে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার কিছুক্ষণ আগে জকিগঞ্জ বাজারের একটি দোকানের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেল রাখা নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নিলেও মীমাংসা না হওয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজন ও আহবায়ক জাবেদ আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহতদের দেখতে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু এসে এ ঘটনার নিন্দা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। ঘটনার পর থেকে জকিগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান জানান, শুনেছি গতরাতে জকিগঞ্জ পৌর শহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে বিষয়টি জানিয়েছি, যারাই অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. মাহমুদ হাসান রিপন বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।