• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিসিকের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
সিসিকের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার বেলা ২টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯-এর একটি দল। গ্রেপ্তারকৃত তৌফিক বক্স লিপন (৫০) সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি দক্ষিণ সুরমার মৃত তসলিম বক্সের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, সিসিকের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র লিপন বক্সকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।