• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪
দক্ষিণ সুরমায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ওয়াল নিউজ ডেস্ক


দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রিকশার যাত্রী এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিতারা বেগম (৮০) দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিতারা বেগম তার মেয়ে হাজেরা বেগমকে নিয়ে একটি কাজে রশিদপুর বাজারে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টার দিকে একটি রিকশাযোগে তারা বাড়ি ফেরার পথে বাজারেই ঢাকাগামী একটি গাড়ি তাদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিতারা বেগম মারা যান। এ ঘটনায় সিতারা বেগমের মেয়ে হাজেরা বেগম গুরুতর আহত হন এবং রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে সিতারা বেগমের লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত গাড়িটিকে শনাক্ত করা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ঘাতক গাড়ি শনাক্তে আমরা কাজ করছি। লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করতে নিহতের স্বজনরা আবেদন করেছেন। জেলা প্রশাসনের আদেশ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।