• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪
হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সাহাব উদ্দিন (৩৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার দুপুরে জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের পার্শ্ববর্তী একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সাথে একই গ্রামের শুকুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রোববার দুপুরে গ্রামের পূর্ব এলাকায় আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুইপক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে একজনের মৃত্যু হয়। এখনো কোনো পক্ষ মামলা বা অভিযোগ করেনি। তারপরও পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।