• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রংপুর ও সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
রংপুর ও সৈয়দপুরে পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ওয়াল নিউজ ডেস্ক


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ শনিবার রংপুর মহানগরের ধর্মসভা পূজামণ্ডপ এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার রানু এগ্রো পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।পরিদর্শনের সময় তিনি দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি পূরণে সরকার কাজ করছে। সাম্প্রতিক অনাকাঙ্খিত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের ক্ষতি পূরণের ব্যবস্থা করেছে।

এসময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।