• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তিন ক্রিকেটারকে দলে আনলো সিলেট

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
তিন ক্রিকেটারকে দলে আনলো সিলেট

ওয়াল নিউজ ডেস্ক


আগামীকাল ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই একের পর এক তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেখিয়ে যাচ্ছে দলগুলো। তবে এতদিন নিরবতা পালন করেছিল সিলেট স্ট্রাইকার্স।
কিন্তু ড্রাফটের দুই দিন আগেই একসঙ্গে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। যে তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা সকলেই দেশি ক্রিকেটার। রিটেইন খেলোয়াড় হিসেবে তারা দলে ভিড়িয়েছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। আর সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়েছে জাকের আলী অনিককে।
শনিবার (১২ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।
আসন্ন ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে।
ফলে সেই হিসেবে জাতীয় দলের বর্তমান অধিনায়ক শান্তকে দল চায় না সিলেট। অন্য দলগুলোর সঙ্গেও শান্তর আলোচনার বিষয়টি এখনও প্রকাশ হয়নি। সুতরাং, আজকের মধ্যে সরাসরি চুক্তিবদ্ধ না হলে ড্রাফটে উঠবে এই বাঁহাতি ব্যাটার।
এদিকে বিপিএলের গত আসরে সিলেট দলের অধিনায়ক ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি কয়েক ম্যাচ খেলে বিপিএল ছাড়লে দলটির নেতৃত্ব দেন মোহাম্মদ মিঠুন। এখন পর্যন্ত এবার এই দুজনের একজনকেও দলে রাখেনি সিলেট।