• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে আ.লীগ নেতা গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
ছাতকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে ছাতক শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মো. সাইদুল হকের ছেলে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।