• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

র‌্যাবের হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
র‌্যাবের হাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ওয়াল নিউজ ডেস্ক


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেটের বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে সৈকত হোসেন নামের ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
সৈকত হোসেন বিমানবন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও নগরীর বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।