• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় নিহত ছাতকের বাবা-ছেলে

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় নিহত ছাতকের বাবা-ছেলে

ওয়াল নিউজ ডেস্ক


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- মো. নুর মিয়া (৬৫) ও তার ছেলে এম মাহিদুল ইসলাম সুজন (৩৫)। তাদের বাড়ি ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। তারা সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত দেড়টার দিকে হামট্রামিক শহরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলে দুজনেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সুজনের মামাতো ভাই নাভেদ আহমদ। তিনি জানান, সুজন বিবাহসূত্রে বেশ কয়েক বছর আগে আমেরিকায় গেছেন। প্রায় দুই মাস আগে বাবাসহ পরিবারের সদস্যদের তিনি সে দেশে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে সুজন বাবাকে নিয়ে তার শ্বশুরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে হামট্রামিক শহরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান।
বাবা-ছেলের লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান নাভেদ।