• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গৃহবধূ ‘উধাও’

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গৃহবধূ ‘উধাও’

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ঘর থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক গৃহবধূ। গত শুক্রবার বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের গ্রীসনগর গ্রামের নূর মোহাম্মদের (৪২) বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান নাছিমা (৩৫) নামের ওই গৃহবধূ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিসনগর গ্রামের নাছির উদ্দীনের পুত্র নুর মোহাম্মদের সাথে লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। ছয় মাস আগে অভিযোগকারী নুর মোহাম্মদের শ্বশুর ফয়েজ উদ্দিনম ও শাশুড়ি আছিয়া বেগমের অনুরোধ ও উপস্থিতিতে নুর মোহাম্মদের স্ত্রীর ছোট বোন নাজমা বেগম (৩০) তার স্বামীকে বিদেশে পাঠানোর কথা বলে এক মাসের জন্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার নেন। এক মাসের জায়গায় ছয় মাস পেরিয়ে গেলেও টাকা না দেওয়ায় নুর মোহাম্মদ তার স্ত্রী নাছিমার সঙ্গে টাকার বিষইয়ে কথা বললে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হইয়।
গত শুক্রবার কাউকে না জানিয়ে বাড়ি থেকে নগদ ২ লাখ ৩২ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের অলংকার, দুই ভরি ওজনের রুপার চেইনসহ ঘরের মূল্যবান জিনিস নিয়ে নাজমা বেগম পালিয়ে যান।
নুর মোহাম্মদ বলেন, বাড়িতে এসে আমার স্ত্রী নাছিমা বেগমকে ঘরে না পেয়ে মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নানা হুমকিও দেয়। টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগ অস্বীকার করে নাছিমা বেগমের পিতা ফয়েজ উদ্দিন বলেন, আমার মেয়ে নাছিমা বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।