১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
ওয়াল নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পৃথক কয়েকটি অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযানে বিজিবির টহল দল ভারতীয় থ্রি পিস ২০১ পিস, টি শার্ট ২৭০ পিস, গরু ৭টি, চিনি ১৮০ কেজি, বিড়ি ১৬০০ প্যাকেট, মদ ৯৩ বোতল, মোটরসাইকেল ১টি, টাটা ট্রাক ১টি ও মাহিন্দ্র পিকআপ ১টিসহ ৪২৭৫ কেজি বাংলাদেশি রসুন আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি পনের লাখ টাকার সমপরিমাণ।
এদিকে পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।
তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেয়া হবে।