ওয়াল নিউজ ডেস্ক
রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস আজ বুধবার মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
পুরস্কারের অর্ধেক পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার এবং বাকি অর্ধেক যৌথভাবে পাকেন ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার।
বিজ্ঞানী ডেভিড বেকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্র্মরত আছেন। তাকে ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ পুরস্কার দেওয়া হয়।
অপর দিকে ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার যুক্তরাজ্যের লন্ডনস্থ গুগল ডিপমাইন্ডে কর্মরত।
তাদের দুজনকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে পুরস্কার দেওয়া হয়।