নিজস্ব প্রতিবেদক
গ্রেপ্তারের পর ২০ দিনে তিনবার জামিন নামঞ্জুর হয়েছিল আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের। অবশেষে জামিন পেলেন ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালতে জামিন শুনানি শেষে ২০ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী আব্দুল হামিদ।
তিনি বলেন, ‘মান্নান অত্যন্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, চলাফেরাতে অক্ষম, হুইলচেয়ারে চলাফেরা করেন এবং মানসিকভাবে বিপর্যস্ত। সার্বিক বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন এবং আদালতের সিদ্ধান্তে আমরা খুশি।’
এর আগে, সকালে আদালতে জামিন শুনানিকে কেন্দ্র করে দুইপক্ষের আইনজীবীর মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে এবং বিচারক এজলাস থেকে সরে যান। পরে দুপুরে আবারও শুনানি শুরু হয়।