• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কাজিরবাজার সেতুতে দুর্ঘটনায় ট্রাক হেল্পারের মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
কাজিরবাজার সেতুতে দুর্ঘটনায় ট্রাক হেল্পারের মৃত্যু

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় কাজিরবাজার সেতুতে ভারী যানবাহন চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাতপ্রাপ্ত হয়ে ট্রাকের উপরে থাকা এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে সেতুটির উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মৃত রায়হান আহমদ (১৮) সিলেটের এয়ারপোর্ট থানার রংগিটিলা গ্রামের গনি মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রায়হান আহমদ ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার হিংগারপুর এলাকা থেকে পাথর নিয়ে আসা ট্রাকে হেল্পার হিসেবে ছিলো সে। ট্রাকটি কাজিরবাজার ব্রিজ হয়ে দক্ষিণ সুরমার চাঁদনিঘাটে যাচ্ছিলো। বেলা ২টার দিকে কাজিরবাজারে ব্রিজে ট্রাকটি উঠতে গেলে উপরে থাকা রায়হানের মুখমন্ডলে তীব্র আঘাত লাগে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে। এ সময় তার মুখ থেঁতলে যায়। ট্রাকচালক ও অন্য হেল্পাররা এসময় তাকে একটি অ্যাম্বুলেন্সযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।