• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

The Wall News.Com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

ওয়াল নিউজ ডেস্ক


কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যান।
নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল। এ সময় বিএসএফের সদস্যরা তাকে দেখে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে নিহত কামালের মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা। বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, নিহত কামাল ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছেন এবং বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফিরিয়ে আনা হবে। কামাল কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে।