ওয়াল নিউজ ডেস্ক:
শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের চাপে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ নুমান আহমদ দায়িত্ব হস্তান্তর করেছেন।
মাদ্রাসা অধ্যক্ষ নুমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবি জানিয়ে মাদ্রাসা পড়ুয়া ও এলাকাবাসী ২৭ আগস্ট সকাল ১০টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন। এসময় তারা এক দফা এক দাবি উল্লেখ করে অধ্যক্ষের পদত্যাগ চান।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন জনপ্রতিনিধি এলাকাবাসী এবং প্রশাসন। অধ্যক্ষ এসময় উপস্থিত না থাকায় কয়েকজন প্রতিনিধি তার সাথে দেখা করতে যান, পরিস্থিতি সামাল দিতে তার সাথে কথা বলেন। এসময় মাদ্রাসার অফিসিয়াল প্যাডে তিনি মাদ্রাসা শিক্ষক মাওলানা নাজিম উদ্দীনের কাছে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেন লিখে স্বাক্ষর করেন। স্বাক্ষরপত্র নিয়ে প্রতিনিধিরা ফিরে এসে ছাত্রছাত্রী ও এলাকাবাসীকে অধ্যক্ষ পদত্যাগ করেছেন বলে বক্তব্য রাখেন। এতে তাৎক্ষণিক ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হলে তিনি পদত্যাগ করেছেন এবং ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে বলে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম জুবায়ের ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দয়াল উদ্দিন তালুকদার। তারা বক্তব্যে বলেন, ১৭ সদস্য কমিটির মাধ্যমে ২ দিনের মধ্যে পরবর্তী করণীয় স্থির করে মাদ্রাসার যাবতীয় কর্মকাণ্ড স্থিতিশীল রাখবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় সভা আহবান করা হয়েছে। আন্দোলনকারী ও কমিটির সদস্যরা মাদ্রাসা পরিচালনার বিষয়ে কি কি প্রদক্ষেপ গ্রহণ করা যায় তা নির্ণয় করবেন তারা। এরপর আন্দোলনকারীরা বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করেন।
অধ্যক্ষ পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজি জামাল উদ্দিন, সালিশ ব্যাক্তিত্ব মো. রুস্তম বেগসহ ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, সেনা সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা।